নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাসেল আহমেদ নামে প্রাণ কোম্পানীর এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত রাসেল আহমেদ উপজেলার শ্রীরামপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে ও প্রাণ এগ্রো লিঃ নাটোর একডালা অফিসের কর্মচারী ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার স্বরুপপুর রেলগেট এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, রাসেল আহমেদ সকালে ঘুম থেকে উঠে বাড়ীর পাশের রেল লাইন ধরে হাঁটছিল। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি স্বরুপপুর রেলগেট এলাকায় পৌঁছালে রাসেল দ্রুত ট্রেন লাইন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই রাসেল আহমেদরে মৃত্যু হয়। পরে স্থানীয়রা রাসেলের মরদেহটি উদ্ধার করে তার বাড়ী নিয়ে যায়।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।