নিজস্ব প্রতিবেদক:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপুর্নভাবে পারন ও কোন ধরনের অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য নাটোরে গ্রামাঞ্চলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আজ সোমবার সপ্তমীর দিন সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন মন্দির গিয়ে মন্দির কমিটির নেতাদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন এবং মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনছার সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও প্রতিটি দুর্গা মন্দিরের এলাকার আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মিদের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য বলেন। মন্দির পরিদর্শনকালে জেলা আওয়ামী লীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এছাড়াও এমপি শিমুল প্রধান মন্ত্রীর দেওয়া প্রতিটি মন্দিরের জিআর চালের ডিও ভাঙ্গাতে কোন ধরনের হয়রানী হয়েছে কিনা সে বিষয়েও খোঁজখবর নেন।