নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গায় ১২৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী কামরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব -৫। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বেলঘরিয়া শিবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুল ইসলাম উপজেলার বেলঘরিয়া শিবপুর গ্রামের কামাল মৃধার ছেলে।পরে কামরুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাতেই নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।
র্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্প রাজশাহীর অপারেশন দলের কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে কামরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশী চলাকালে ১২৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। পরে মাদক ব্যবসায়ী কামরুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।বৃস্পতিবার সকালে নলডাঙ্গা থানা পুলিশ আদালতের মাধ্যমে কামরুল ইসলামকে কারাগারে প্রেরন করেন।