নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে রাত্রী খাতুন নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ও শাশুড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে উপজেলার পৌর সদরের খামার নাচকৈড় মহল্লায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে স্বামী নাঈম হোসেন ও শ্বাশুড়ী আরবি বেগমকে গ্রেফতার করা হয়েছে।নিহত গৃহবধু রাত্রী খাতুন একই এলাকার রঞ্জু প্রামানিকে মেয়ে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় গৃহবধু রাত্রী খাতুন ও তার শ্বাশুড়ীর সাথে কথা কাটাকাটি হয়। এরপরে রাত্রীকে মারপিট ও হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় স্বামী ও শাশুড়ী। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে রাত্রীকে নিয়ে তার স্বামীর বাড়িতে গিয়ে বিষয়টি মিমাংসা করে রাত্রীকে রেখে আসেন।পরে রাত সাড়ে ১২ টার দিকে রাত্রীর দেবর রাত্রীর বাবাকে মেয়ে মারা গেছে বলে জানান। খবর পেয়ে তারা গিয়ে দেখেন তার মেয়ে রাত্রীর মরদেহ ঘরের বিছানায় শোয়ানো রয়েছে। এরপর তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, এ ঘটনায় রাত্রীর বাবা রঞ্জু প্রামানিক বাদী হয়ে স্বামী নাঈম হোসেন ও শাশুড়ি আরবি বেগম এর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।