নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরের নাজিপুরের ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন ও ব্যাবসায়ী ইসতিয়াক আহমেদ আশিক পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত সালাউদ্দিন নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে এবং ইসতিয়াক আহমেদ আশিক বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, একটি মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু কুষ্টিয়ায় বেড়াতে যাচ্ছিলেন। পথে পাবনা জেলার ঈশ্বরদীর মুন্নার মোড় নামক স্থানে পৌছালে ফরিদপুর থেকে রাজশাহী গামী যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইসতিয়াক আহমেদ আশিক নিহত হন। এ সময় আহত হয় মোটরসাইকেলের দুই আরোহী ছাত্রলীগ নেতা সালাউদ্দিন ও আরিফুর রহমান। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাদের হেফাজতে নেয় এবং আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে এম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেলে প্রেরণ করে। রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় পৌছালে এম্বুলেন্সের মধ্যেই ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিনের মৃত্যু হয়। অপর আহত আরিফুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন।