নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি তেল গ্যাস বিদ্যুৎ চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগ কর্মীদের নৃশংস হামলায় বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে শোক র্যালী ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে এক শোক র্যালি বের করা হয়। শোক র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হক আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল।