নিজস্ব প্রতিবেদক
নাটোরের কয়েকটি জঙ্গী আস্তানা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আটক ২ নারী সদস্য সহ ৭ জেএমবি সদস্যকে নাটোরের আদালতে হাজির করা হয়। আজ মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে জেএমবি সদস্য সুমাইয়া ওরফে মাহমুদা , টুলটুলি বেগম , জাহিদুল , আমজাদ, জহিরুল, ফজলুর রহমান ও ফজলুকে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ প্রতিবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক জামিনে থাকা জাহিদুল, আমজাদ ও জহিরুলের জামিন বাতিল সহ পরবর্তী দিন ধার্য্য করে প্রত্যেককে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানান নাটোর কোর্ট জিআরও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান। পরে কড়া নিরাপত্তায় তাদেরকে পূনরায় কারাগারে নেওয়া হয়েছে।