নিজস্ব প্রতিবেদক:
‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন খাদ্য- ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে ইঁদুর নিধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার কৃষি বিভাগের আয়োজনে কালেক্টরেট ভবন চত্বর থেধকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। শোভাযাত্রা শেষে ইঁদুর নিধনের জন্য প্রয়োজনীয় দ্রব্যের স্টল পরিদর্শণ করেন অতিথিবৃন্দ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহম্মেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মহসিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাদিম সারোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদসহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ইদুর দেশের খাদ্য শস্য ধান, চাল, গমসহ অন্যান্য সামগ্রি খেয়ে ফেলে এবং নষ্ট করে। ফলে কৃষকের অনেক ক্ষতি সাধিত হওয়ার সাথে সাথে দেশের খাদ্য ঘাটতি দেখা দেয়। তাই ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে সবাইকে ইঁদুর নিয়ন্ত্রনে রাখতে কাজ করতে হবে।