নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়ায় জুয়া খেলার অপরাধে ৮ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো’র আদালত ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে ৮ জনকে এক শত টাকা করে অর্থদন্ড অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার ভোগা গ্রামে জুয়া খেলার সময় তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, শাহজাহান আলী (৪৮), জব্বারুল ইসলাম (৩৫), আয়ুব আলী (২৪), নুরুল ইসলাম (২৪), জহুরুল ইসলাম (৩৫), প্রশান্ত (৩০), জাহান্নাত (৪০), আব্দুস সালাম (২৬)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, প্রকাশ্যে জুয়া খেলার সময় তাদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করলে আদালতের বিচারক তাদেরকে অর্থদন্ড দেন। এছাড়াও পরবর্তীতে তারা যেন আর জুয়া না খেলে সেজন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।