নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিলন হোসেন নামে মোটরসাইকেল চালক এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার রোলভা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন উপজেলার কুমারখালী গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মিলন রাজ্জাক মোড়ে আড়তে পান বিক্রি করে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রোলভা বাজার এলাকায় একটি যাত্রীবাহী ভুটভুটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ভুটভুটির চালক ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।