নাটোর প্রতিনিধি:
আগামি ৩ রা ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সহ সম্পাদক এডঃ শফিকুল হক মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু।
উপজেলা বিএনপির আহ্বায়ক এডঃ মুজিবুর রহমান মন্টুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, পৌর বিএনপির আহ্বায়ক এডঃ আলী আজগর খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামি ৩ ডিসেম্বর গণসমাবেশ যেকোনো মূল্যে সফল করতে হবে। প্রয়োজনে আগেই আমাদের রাজশাহীতে যেতে হবে। বাস-ট্রাক, অটোভ্যান বন্ধ থাকলে পায়ে হেঁটে যেতে হবে বলেও উল্লেখ করেন বক্তারা।