নিজস্ব প্রতিবেদক:
নাটোরে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট নুরুজ্জামানকে মারপিট করায় বেলাল হোসেন নামের এক প্রাইভেটকারের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে টার দিকে শহরের আলাইপুর উত্তরা সুপার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বেলাল হোসেন শহরের কানাইখালী মহল্লার মৃত কলিম উদ্দীনের ছেলে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, দুপুরে শহরের ট্রাফিক মোড় এলাকার প্রধান সড়কে কর্তব্যরত ছিলেন ট্রাফিক সার্জন নুরুজ্জামান। এ সময় উত্তরা সুপার মার্কেটের সামনে একটি প্রাইভেট কার অবৈধভাবে পার্কিং করা দেখে গাড়ীটি সরিয়ে নেয়ার অনুরোধ জানান গাড়ির মালিককে (মালিক নিজেই চালক)। এ সময় বেলাল হোসেন গাড়ী থেকে নেমে ক্ষিপ্ত হয়ে ট্রাফিক সার্জেন্টকে গালাগালি করতে থাকে। গালাগালির এক পর্যায়ে বেলাল হোসেন কর্তব্যরত সার্জেন্ট নুরুজ্জামানকে মারপিট করতে শুরু করে এবং তার সোলজার ব্যাজ ছিঁড়ে ফেলে। এ সময় সেখানে দায়িত্বে থাকা অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার সহ বেলালকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।