নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতা কর্মিদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের আলাইপুস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসুচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহব্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা দেওয়ান শাহীন। সমাবেশে বক্তারা বলেন, আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মিরা কেন্দ্রীয় কার্যালয়ে গেলে বিনা উস্কানীতে বিএনপি কর্মি মকবুলকে হত্যা করে। শত শত কেন্দ্রীয় নেতা কর্মিদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়া সহ মকবুল হত্যার বিচার দাবী করেন। এছাড়াও আগামী ১০ ডিসেম্বরের ঢাকায় মহাসমাবেশে যোগ দিয়ে সমাবেশ সফল করার আহব্বান করেন নেতা কর্মিদের। সমাবেশ চলাকালীন সময়ে কোন ধরনের বিশৃংখলা ঘটাতে না পারে সেজন্য দলীয় কার্যালয় এলাকা পুলিশ ঘিরে রাখে।