নিজস্ব প্রতিবেদক:
বিএনপির জ্বালাও ,পোড়াও, ভাংচুরের প্রতিবাদে নাটোরে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় স্টেডিয়ামে ফিরে আসে। পরে তারা সেখানে একটি পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল,জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লবসহ বিভিন্ন নেতা-কর্মিরা। এ সময় বক্তারা বলেন, দেশে বিএনপির কোন স্থান নাই। সেকারনে বিদেশে বসে থেকে জ্বালাও পোড়াও,ভাংচুরের নির্দেশ দিচ্ছেন তারেক জিয়া আর সেই নির্দেশ মানছেন বিএনপির নেতা কর্মিরা। এভাবে দেশের মানুষের প্রতি অন্যায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কোনভাবেই মেনে নেবে না। দেশের মানুষকে ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রধানমন্ত্রী সবকিছু করতে পারেন। কোন অন্যায় সহ্য করা হবেনা। যে কোন মূল্যে বিএনপির-জামায়াতের নৈরাজ্য বিশৃঙ্খলা প্রতিহত করা হবে। যেকোনো বিশৃঙ্খলা শক্ত হাতে দমন করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।