নিজস্ব প্রতিবেদক
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নাটোরের নলডাঙ্গায় যুবলীগের ৫ জন আহত হয়েছে।আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন পরিষদ মোড়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন শান্ত,কুদ্দুস,সিরাজ, সোয়ান ও নয়ন।
এলাকাবাসী ও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমনান জানান, শুক্রবার সন্ধ্যায় বাপ্পী নামের এক যুবক তার স্ত্রী বাসুদেবপুর বাজারে যাচ্ছিলেন। পথে মধ্যে স্থানীয় শহীদ নামের আরেক যুবক তার স্ত্রীকে ইভটিজিং করে। এনিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়।এক পযার্য়ে দুইজনই স্থানীয় ইউনিয়ন যুবলীগের নেতা নয়ন ও সোয়ানের কাছে বিচার দেয়।এনিয়ে যুবলীগের ওই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।এতে ইউনিয়ন যুবলীগের নেতা শান্ত,নয়ন,কুদ্দুস,সিরাজ ও সোয়ান আহত হয়।