নিজস্ব প্রতিবেদক:
ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নাটোরে ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা ছাত্রদল। এ উপলক্ষ্যে আজ সোমবার সকালে ছাত্রদলের নেতা কর্মিরা খন্ড খন্ড মিছিল নিয়ে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সমবেত হতে থাকে। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের হাফরাস্তা এলাকা প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন, ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ নেতা কর্মিরা।
সমাবেশে বক্তারা বলেন, আন্দোলন সংগ্রামে ছাত্র নেতাদের ভূমিকা অপরিসীম। দলের নেতা কর্মিদের মুক্তির আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। সরকার পতনের আন্দোলনে নিজেদের উৎসর্গ করবেন সমাবেশে এমন বক্তব্যই রাখেন জেলা ছাত্রদলের নেতারা।