নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম থেকে হ্যান্ডকাপ পড়া অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গরবার দুপুর ১২ টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বোয়ালমারী বিলের মধ্যে থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের উদ্ধোর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহটির সুরৎহাল প্রতিবেদন করার জন্য সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছার পর মরদেহটি তোলা হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, দুপুরে বিলের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির দুই হাত পিছ মোড়া করে হ্যান্ডকাপ পড়া অবস্থায় দেখে উদ্ধোর্তন কর্মকর্তাদের খবর দেওয়া হয়। এরপর সিআইডি টিমকে খবর দেওয়া হয়েছে তারা এসে সুরৎহাল প্রতিবেদন তৈরি করবে এবং মরদেহের আশেপাশে থেকে নমুনা সংগ্রহ করবে। এরপর মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তবে হ্যান্ডকাপ লাগানো ব্যক্তির মরদেহ কিভাবে বিলের মধ্যে এলো তা খতিয়ে দেখতে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ হেড কোয়াটারে বার্তা পাঠানো হয়েছে।