নিজস্ব প্রতিবেদক
নাটোরে পৌর আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে দলের নেতা-কর্মীরা বৃষ্টি উপেক্ষা করে দলে দলে এসে কাউন্সিলে যোগ দেয়। পরে নাটোর পৌর আওয়ামীলীগের সভাপতি অপূর্ব কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল নের্তৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, যাতে করে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে কেউ ব্যাহত না করতে পারে সেজন্য কাউন্সিলের মাধ্যমে আওয়ামীলীগকে সংগঠিত হতে হবে। এর মাধ্যমে আওয়ামীলীগ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল জানান,এর আগে ২০১৩ সালে নাটোরে পৌর আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিল হয়েছিল।