নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ,সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণন্ত্রের প্রবক্তা ছিলেন। তার শাসন আমলে দেশে গণতন্ত্র বজায় ছিল। কিন্তু এখন দেশে গণতন্ত্র নেই। দেশ এখন এক নায়কতন্ত্রের শাসনে চলছে। আগামীতে দেশের জণগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে উৎখাত করে আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।