নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ফিরোজা বেগম নামে সত্তর বছর বয়সি এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পৈত্রিক ভিটায় ছনের ছাউনির ওই ঘরে বৃদ্ধা একাকী বাস করতেন। খবর পেয়ে বাগাতিপাড়া ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধার দগ্ধ মৃতদেহ উদ্ধার করে বাগাতিপাড়া থানায় নিয়ে যায়।
বাগাতিপাড়া ফায়ার স্টেশনের টিম লিডার নুরুল ইসলাম ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকাল
সাড়ে ৬ টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো দেখতে পান। এসময় অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে থানায় পৌঁছে দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্যমতে সকালে ফজরের নামাজ শেষে বৃদ্ধা তার ছনের ছাউনি ঘরের মধ্যে আগুন তাপানোর জন্য খড়কুটা জ্বালান। এসময় আগুন তার কাপড়ে লেগে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকান্ডে বৃদ্ধা দগ্ধ হয়ে মারা যান।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।