নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় শান্তি সমাবেশে অসুস্থ হয়ে রশিদুল ইসলাম মৃধা (৪৩) নামের এক আওয়ামী লীগ নেতা ইন্তেকাল করেছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) দলীয় কর্মসূচি পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে নিলে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে বিকেল ৫টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
রশিদুল মৃধা চামারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত নূর আহমেদ মৃধার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চামারী ইউনিয়ন আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহিদুল ইসলাম মানিক বলেন, শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি শান্তি সমাবেশ পালনকালে সোনাপুর এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নাটোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে চামারী ইউনিয়ন আ’লীগ হারালো তাদের অভিভাবককে।