নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ রওনক জাহান জানান, চলতি বছরের জানুয়ারি মাসে জেলায় ভ্রাম্যমান আদালতের ৮০টি অভিযান পরিচালনা করে ১৮৫ টি মামলার বিপরীতে ৬৫ জন অভিযুক্তকে কারাদন্ড প্রদান করা হয়েছে। জরিমানালব্দ ৫ লাখ ৩৭ হাজার ১০০ টাকা টাকা রাস্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বাল্য বিবাহ রোধে ১৩টি উঠান বৈঠকের আয়োজন করা হয় এবং বাল্য বিবাহ রোধে ৬৪৮ ব্যক্তিকে উদ্বুদ্ধ করা হয়। এ ছাড়া শহরের রাস্তা এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে আগামীকাল সোমবার থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মাদক ও জুয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। জেলায় বিগত সময়ে সংঘটিত আত্মহত্যার প্রবনতা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনসহ সাংবাদিকবৃন্দ।