নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে পৃথক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ও সোমবার ভোরে এবং দুপুরে এই দূর্ঘটনাগুলো ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, ইসলামী জালসা শুনে রাত সাড়ে ১২ টার দিকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা করে রাবেয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হন। রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া একই উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অপরদিকে সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার ঝাঁওতলা এলাকায় ট্রাক্টরের ওপর থেকে নিচে পড়ে গিয়ে ট্রাক্টরের হেলপার ফরহাদ হোসেন নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত ফরহাদ হোসেন একই এলাকার আজিত মোল্লার ছেলে। এছাড়াও দুপুর ১২ টার দিকে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের হাসবাড়িয়া গ্রামে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় সম্মাতুল বেগম নামে এক নারী নিহত হয়েছেন। নিহত সম্মাতুল একই এলাকার বাবলু হোসেনের স্ত্রী। দূর্ঘটনাগুলোর আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।