নিজস্ব প্রতিবেদক:
রাজস্ব ফাঁকি দেওয়া নকল বিড়ি বিক্রি বন্ধ ও বিড়িতে শুল্ক কমানোর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিড়ি শ্রমিকরা। বুধবার শহরের উত্তর বড়গাছাস্থ কাস্টম কার্যালয়ের সামনে সড়কে রাজশাহী অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, বৃহত্তর রাজশাহী অঞ্চল বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হারিক হোসেন, সহ- সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরসহ নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে অসাধু ব্যাবসায়ীরা নকল বিড়ি তৈরি করে সরকারী রেটের চেয়ে কম রেটে বিক্রি করছে। এতে করে প্রকৃত বিড়ি শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য প্রশাসনের কাছে তারা দাবী নকল বিড়ি বিক্রি বন্ধে যেন প্রশাসন জোড়ালো পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়াও বিড়িতে শুল্ক কমানোর জন্য সরকারের কাছে দাবীও জানান তারা। মানববন্ধন শেষে তারা নাটোর কাস্টম বিভাগীয় কার্যালয়ের সহকারী কমিশনার আক্তার পলির নিকট তাদের দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।