নিজস্ব প্রতিবেদক:
কৃষিকে আধুনিকায়ন ও স্মার্ট করার লক্ষ্যে নাটোরের সিংড়ায় উপজেলা কৃষি অধিদপ্তরের তত্বাবধায়নে কৃষি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কৃষি ভবনের একটি কক্ষে এ ল্যাব স্থাপনের শুভ উদ্বোধন করেন কৃষক মোঃ সিরাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেলিম রেজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহামুদুল হাসান ও আবু রায়হান, কৃষক মোঃ মিজানুর রহমানসহ কৃষি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন, এ ল্যাবের মাধ্যমে মাটি, বীজ, সারসহ ফসলের রোগ বালাই পরীক্ষা করা যাবে এবং সে অনুয়ায়ী কৃষকদের সঠিক পরামর্শ দেওয়া যাবে। এ ছাড়া মাটি পরীক্ষার মাধ্যমে কোন জমিতে কোন ফসল উৎপাদন করা যাবে কৃষকদের সে বিষয়ে দিকনির্দেশনাও দেওয়া যাবে। আশা করি ক্ষুদ্র পরিসরে হলেও এ ল্যাবের মাধ্যমে আমরা কৃষকদের আধুনিক ও স্মার্ট কৃষি সেবা দিতে পারবো।