নিজস্ব প্রতিবেদক:
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গায় “প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন হয়েছে।শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বত্বে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিপি) প্রাণিসম্পদ ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর শুকুর,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,ভেটেরিনারি সার্জন রকিবুল হাসান সুজন,বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ।
মেলায় ২০ টি ষ্টলে দেশীয় গরু ছাগল,গৃহপালিত পশুপাখির প্রদর্শন করা হয়। পরে বিকালে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুস্কার দেওয়া হয়।