নিজস্ব প্রতিবেদক:
২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে নাটোরের সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে পুষ্পিতা জান্নাত তৃষা।
সিংড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের পরানহাটি মহল্লার বাসিন্দা জুলফিকার আলম ও নাসরিন আক্তার দম্পতির কন্যা তৃষা। তার বাবা পেশায় কৃষক এবং মা গৃহিণী। বড় হয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখছেন তৃষা। সে যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অভ্যাহত রাখতে পারে এবং তার লক্ষ্য অর্জন করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছে।
তৃষা বলেন, সকলের দোয়ায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। আগামীতে যেন এ সাফল্য ধরে রাখতে পারি এবং লেখাপড়া শিখে দেশ ও জাতির জন্য নিজেকে উৎসর্গ করতে পারি সেজন্য সকলে দোয়া করবেন।