নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুর এবং বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহেদ মালিক। এতে করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করেন সবাই। স্থানীয় ভাবে উপস্থিত থেকে গুরুদাসপুরে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম এবং বড়াইগ্রামে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশীদ আলম । এরফলে গ্রামের সাধারণ মানুষ যেমন চিকিৎসা সেবা পাবেন অন্য দিকে তাদের আর গ্রাম থেকে জেলা শহরে চিকিৎসার জন্য আসতে হবেনা। এতে করে তাদের সময়ের ও অর্থের অপচয় রোধ হবে। সঠিক সময়ে সঠিক চিকিৎসাও পাবেন।
এ ব্যাপারে ডাঃ মুজাহিদুল ইসলাম বলেন, সরকার প্রাথমিক ভাবে গুরুদাসপুর উপজেলা হাসপাতালকে বৈকালিক প্রতিষ্ঠানিক চেম্বার করার জন্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তারা সরকারের লক্ষ্য বাস্তবাবায়নে সদা সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।