নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে অর্থদন্ড করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১০০ মন ভেজাল গুড় জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের রানীনগর এলাকায় এ অভিযান চালানো হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে মো. সেলিম এর গুড়ের কারখানায় জরিমানা করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, অস্বাস্থ্যকর ও দুর্গন্ধ পরিবেশে খেজুর গুড় তৈরি করে ব্যবসা করা হচ্ছে অথচ খেজুর গুড়ের লেশমাত্র নেই। চিনির রস জাল করে চুন, ফিটকিরি, কালার ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে হুবহু খেজুরের গুড় তৈরি করে বাজারজাত করছে ওই ব্যবসায়ী।
ইউএনও আরও বলেন, ৬০ মন পাটালি ভেজাল গুড়, ৩০ ড্রাম তরল গুড়, ৩০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি ও ১৫ কেজি ডালডা ধ্বংস করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।