নিজস্ব প্রতিবেদক:
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুর থেকে দলীয় নেতা কর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে হাফরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদল নেতা সানাউল্লা তুষার। সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসুচি পালন করতে মোটরসাইকেল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে আসছিল আবুল ব্যাপারী। এ সময় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আবুলকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে এবং মোটরসাইকেল ভাংচুর করে। তাদের নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপানোর সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরব দর্শকের মত দাঁড়িয়ে দেখেছে। বর্তমানে তাদের নেতা ঢাকায় চিকিৎসাধীন। তারা বলেন তাদের নেতার রক্ত বৃথা যাবেনা আইন শৃংখলা বাহিনী যদি তাদের বিরুদ্ধে ব্যাবস্থা না নেয় তাহলে এর জবাব রাজপথেই দেওয়া হবে।