নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় শাওন নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার সাথে থাকা ৪ বছর বয়সী চাচাতো বোন তৃষা খাতুন। আজ বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া -পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত শাওন একই গ্রামে সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার সাইদুল ইসলামের ছেলে শাওন তার চাচাতো বোনকে সাথে নিয়ে বিস্কুট কিনে বাড়ি ফিরছিলো। পথে রাস্তা পার হওয়ার সময় পাবনা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাদের চাপা দেয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষনা করেন এবং আহত তৃষাকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান,দুর্ঘটনায় মিতালী পরিবহনের বাসটি অভিযান চালিয়ে জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে মরদেহটি ময়না তদন্ত ছাড়াই তাদেরকে দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।