নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের কয়েন বাজার এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের পাশে কয়েন বাজার এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন। তার পরনে ছিলো ফুল প্যান্ট ও এর উপরে লুঙ্গী এবং গায়ে গেঞ্জি। বেশ কিছুদিন ধরে সে এলাকায় ঘোরাফেরা করছিলো। রাতের কোন এক সময় অজ্ঞাত কোন যানবাহনের চাপায় সে রক্তাক্ত জখম হয় ও মারা যায়। ভোরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। যদি নিহতের পরিচয় পাওয়া না যায় তাহলে থানা পুলিশের ব্যবস্থাপনায় কাছাকাছি একটি কবরাস্থানে তাকে দাফন করা হবে। এঘটনায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।