নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “এই বৈশ্বিক অর্থনৈতিক মহামারির কারনে আজ পাকিস্তান, শ্রীলংকাসহ বিশ্বের অনেক দেশ দেওলিয়া হয়ে গেছে। তাদের দেশে বিদ্যুৎ নেই, পানি নেই, খাবার নেই। সেই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, সাহসী ও দূরদর্শি ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে আমরা এশিয়া ও ইউরোপ আমেরিকার অনেক দেশের চেয়ে অনেক ভাল অবস্থানে আছি। ” তিনি আজ শুক্রবার বেলা ১১ টার দিকে সিংড়া পৌরসভার সামনে আয়োজিত ঈদ উপলক্ষে নিজ উদ্যোগে পৌরসভা ও উপজেলার ১২ টি ইউনিয়নের প্রায় সাড়ে ৪ হাজার দরিদ্র দুস্থ জনগনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান পৌর কাউন্সিলরবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এসব সামগ্রীর মধ্যে ছিল পোলাউয়ের চাল, সেমাই, চিনি, ডাল, মুরগীসহ খাদ্য সামগ্রী।