নিজস্ব প্রতিবেদক
ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণের দায়ে নাটোরের লালপুরে বাদশা (৩২) নামের এক কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখান থেকে ৪ হাজার ২০০ কেজি ভেজাল গুড় জব্দ করেন র্যাব-৫ সদস্যরা।
গত শনিবার রাতে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের আদালত তাকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং জব্দ করা গুড় ধ্বংস করার আদেশ দেন। বাদশা উপজেলার মহরকয়া খাঁপাড়া গ্রামের সমসের মণ্ডলের ছেলে।
রাজশাহী র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গত শনিবার সন্ধ্যায় বাদশার গুড় তৈরির কারখানায় অভিযান চালায়। এ সময় ভেজাল গুড় তৈরির দায়ে বাদশাকে আটক করা হয়।