ন
প্রতিদিনের ন্যায় আজও খুব সকালে ঘুম থেকে জেগে উঠেন নাটোরের নলডাঙ্গার পশ্চিম মাধনগর গ্রামের সাজেদা বেগম। সকালে তিনি বাড়ির দরজা খুলেই বাড়ির সামনেই দেখতে পান বেড়ে ওঠা “অলৌকিক ফুলটি।
গাছ ছাড়া এত বড় ফুল দেখে চমকে ওঠেন সাজেদা বেগম। মাটি ভেদ করে শুধুই ফুল ফুটে আছে। সাজেদা বেগম এতো বড় ফুল আগে কখনো দেখেননি। গাছ ছাড়া ফুলটি দেখে তিনি অবাক হয়ে যান। দ্রুত বাড়িতে গিয়ে ফুলের বিষয়ে সবাইকে বলেন। এতে চারদিকে জানা জানি হয়ে পড়ে। ফুল দেখতে ছুটে আসে এলাকার লোকজন। সবাই এসে দেখছে আর বলছে এত বড় ফুল, ক্যামনে হলো, নানান জনের নানান কথা।
এলাকাবাসী সৌয়েব রানা,আসাদ প্রামানিক,মতিজান বেওয়া,ময়না প্রামানিকসহ শত বছর বয়সী বৃদ্ধরাও বলেন,এমন ফুল তারা কোনদিনই দেখনি। এই প্রথম দেখলেন তারা। দূরদুরান্ত থেকে অনেকেই আসছে ফুলটিকে এক নজর দেখতে।
বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান, আসলে ফুলটি একটি সাধারণ ওল ফুল মাত্র। একটু কম ফুটে এবং এই এলাকায় কম পাওয়া যায় এটি। ওল গাছে ফুল আসার ঘটনা আরও অসংখ্য গাছে ফুল আসার মতোই খুব স্বাভাবিক ঘটনা। এতে কোনও অস্বাভাবিকতা বা অলৌকিকতা নেই।