নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় দিন দুপুরে এক এনজিও কর্মকর্তার বাড়িতে চুরি করার সময় আসলাম হোসেন নামে এক চোরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে নলডাঙ্গা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটককৃত চোর আসলাম হোসেন নাটোর শহরের চকবৈদনাথ এলাকার মৃত আকরাম হোসেনের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব মাধনগর হাজিপাড়া এলাকায় চুরি করার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত চোরের কাছ থেকে সোনার গহনা ও নগদ টাকা উদ্ধার করে স্থানীয় জনতা।
এলাকাবাসী জানান, এনজিও কর্মকর্তার বাড়ী ফাঁকা পেয়ে বাড়ীর দেওয়াল বেয়ে ভিতরে প্রবেশ করে চোর আসলাম হোসেন। এ সময় বাড়ীর আশে পাশের লোকজন চোরের উপস্থিতি টের চোরকে হাতে নাতে আটক করে তারা। পরে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে নিয়ে যায়। এ ঘটরায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নলডাঙ্হা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন স্থানীয়রা চুরি করার সময় আসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা এখন আইনগত ব্যাবস্থা গ্রহন করবো।