নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকরী পরিচালক মেহেদী হাসান তানভীর,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান,উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,বিপ্ররেলঘরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী,ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি রানা আহমেদ,সাধারন সম্পাদক এম এম আরিফুল ইসলাম প্রমুখ।