নিজস্ব প্রতিবেদক:
তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন সহ উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা সহ সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ। সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন আমরা ২০৪০ সালের মধ্য বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণভাবে নিমূল করতে চাই। তার আলোকে তামাক মুক্ত করার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে চলেছে। বাংলাদেশকে তামাক মুক্ত করতে হলে শুধু সরকার না সাধারন জনগনকেও সচেতন হতে হবে। প্রতিটি পরিবার প্রধানকে তাদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে। বিশেষ করে পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ সবাইকে সচেতন হতে হবে।