নিউজ ডেস্ক:
লিওনেল মেসির বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে কোপা দেল রের শিরোপা জিতে নিয়েছে ভ্যালেন্সিয়া। সেভিয়ায় অনুষ্ঠিত ফাইনালে ভালেন্সিয়া তুলে নিয়েছে ২-১ গোলের জয়। শেষ দিকে মেসি খেলায় উত্তেজনা ফেরালেও শেষ রক্ষা হয়নি। হার দিয়েই শেষ হলো কাতালান ক্লাবটির মৌসুম। এবার নিয়ে স্প্যানিশ এই দ্বিতীয় সেরা ফুটবল আসরের অষ্টম শিরোপা জিতল ভ্যালেন্সিয়া। ২০০৭-০৮ মৌসুমের পর তাদের হাতে ধরা দিলো ট্রফি।
খেলার শুরু থেকেই ঠিক চেনা যায়নি বার্সাকে। বল দখলে এগিয়ে থাকলেও এলোমেলো ফুটবল খেলতে থাকলে পঞ্চম মিনিটেই পিছিয়ে যাচ্ছিল তারা। অবশ্য প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি রদ্রিগো।
ম্যাচের ২৮ মিনিটে ঠিকই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ডিফেন্ডার হোসে গায়ার পাস ধরে গোল করেন ভালেন্সিয়ার কেভিন গামেইরো। ৩৩ মিনিটে আরেকটি গোল হজম করে তারা। কার্লোস সোলের ভাসানো ক্রসে দেখার মতো এক হেড রদ্রিগোর (২-০)।
তারপর ম্যাচে ফিরতে আপ্রাণ লড়াই চালিয়ে যায় বার্সা। এ অবস্থায় ফিনিশিংয়ের ভুলে বারবারই হতাশ হতে হয় লা লিগা চ্যাম্পিয়নদের। খোদ মেসির শট পোস্টে লেগে ফিরে এলে আক্ষেপ বাড়ে ভক্তদের।
এরমধ্যে ৭৩ মিনিটে ব্যবধান কমান সেই মেসি। বার্সা অধিনায়কের ম্যাচে প্রাণ ফিরে পায় ফাইনাল। এ নিয়ে এবারের মৌসুমে এটি মেসির ৫১তম গোল। কিন্তু দলকে জেতানো হয়নি। এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া। মেতে উঠে কোপা দেল রে জয়ের আনন্দে।উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর আরেক হতাশা যোগ হলো বার্সার।