নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা যুবদল । আজ শুক্রবার বিকেলে শহরের হাফরাস্তা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের করে দলের নেতা কর্মিরা। মিছিলটি কিছুদুর এগিয়ে রিক্সা শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, সিনিয়র সহ সভাপতি ছদরুল ইসলাম ডাম্বেল,যুগ্ম সাধারন সম্পাদক ওমর আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সময় বক্তারা বলেন, দেশ আজ অন্ধকার যুগে চলছে সব দিকে হাহাকার। নিত্যপণ্যর দাম বেশি, অসহনীয় লোডশেডিং এগুলোর প্রতিবাদ করলেই নেতা কর্মিদের কারাগারে যেতে হয়। কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাধারন সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তি না দিলে আরো কঠিন আন্দোলন গড়ে তুলবে নাটোর জেলা যুবদল।