নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় উপজেলা জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্টিত হয়েছে।
আজ সোমবার বিকালে উপজেলার মাধনগরে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে সুমন আলী সভাপতি, শাকিল আহম্মেদ সাধারন সম্পাদক এবং নাঈম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট নলডাঙ্গা উপজেলা জাতীয় ছাত্র সমাজ এর নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে,নলডাঙ্গা উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ও নাটোর জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র সমাজের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক আবু সাঈদ হিরন। এ সময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,নাটোর জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি সালমান হোসাইন।
নলডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কামালের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন,উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তার হোসেন, সাধারন সম্পাদক বাবলুর রহমান বাবলু,নাটোর জেলা জাতীয় যুব সংহতির সাবেক আহবায়ক এ, এস, এম আল-আফতাব খান সুইট,জেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি রফিকুল ইসলাম রাজিব প্রমুখ।
এছাড়াও জেলা জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি লোকমান হাকিম,সাংঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রাকিব,যুগ্ম প্রচার সম্পাদক হাফিজুর রহমান, বড়াইগ্রাম উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক রাসেল আহমেদ,লালপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক তৌফিকুর ইসলাম, মাধনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনারুল ইসলাম, সাধারন সম্পাদক শফিকুল ইসলামসহ
জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।