নিজস্ব প্রতিবেদক:
১৭১ বছর পূর্তি উপলক্ষে নাটোরের ঐতিহ্যবাহি দিঘাপতিয়া রাজা প্রসন্ন নাথ (পি এন) উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিন ব্যাপী শোভাযাত্রা, স্মৃতিচারণ মুলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। সকালে বিদ্যালয় চত্বর থেকে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা একটি আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি উত্তরা গণভবন এলাকা সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, ভারত থেকে আগত দিঘাপতিয়ার রাজা প্রসন্ন নাথের নাতি অরূপ রায়, ডিআইজি নাফি-উল ইসলাম কলিন সহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধিজন।
পুনর্মিলনীতে প্রায় ২ সহস্রাধিক বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।