নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা বিএনপির কার্যালযে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা। আজ শনিবার বিকেলে শহরের আলাইপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলীয় নেতা-কর্মিরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে। পরে সেখানে তারা সংক্ষিপ্ত এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জান আসাদ, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম সূজন সহ অন্যান্য নেতা কর্মিরা। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী আজ যে ভাবে বিএনপির কার্যালয়ে ভাংচুর ইট পাটকেল নিক্ষেপ করেছে এই হামলা সহ সকল হামলার বিচার বিএনপি ক্ষমতায় গেলে করবে। এভাবে হামলা মামলা দিয়ে বিএনপির আন্দোলনকে দমিয়ে রাখতে পারবেনা কেউ। বিএনপি দেশের মানুষকে বাঁচাতে আন্দোলন শুরু করছে তাই যতক্ষন না এই অবৈধ সরকারকে সড়িয়ে দেশের মানুষকে বাঁচাতে না পারছে ততক্ষন তাদের আন্দোলন চলবে।