নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য রমজান আলী ব্যাপারী নিহত হয়েছে। এ সময় আকবর আলী নামে আরো একজন আহত হয়েছে । আজ রবিবার দুপুরে উপজেলার রায়সিংহপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রমজান আলী ব্যাপারী উপজেলার পিপরুল ইউনিয়নের মৃত বরকতউল্লা ব্যাপারীর ছেলে।
নাটোর জেলা বিএনপির
আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও স্থানীয়রা জানান, রমজান আলী ব্যপারী উপজেলায় দলীয় কর্মসূচি শেষ করে নলডাঙ্গা বাজার থেকে তার মোটরসাইকেল নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে
রায়সিংহপুর এলাকায় বিপরিতমুখি আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের দুই চারক রমজান আলী ব্যাপারী ও আকবর আলী দুজনই সড়কের ওপর ছিটকে পড়ে আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রমজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, উপজেলার রায় সিংহপুর এলাকার মোটরসাইকেল দুর্ঘটনায় রমজান আলী বেপারী নামে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল তবে কেউ কোনো অভিযোগ করেনি । এ কারনে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।