নিজস্ব প্রতিবেদক:
অনিলা রোজারিও। বয়স মাত্র ৪ বছর। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকার অতুল রোজারিও’র শিশু কন্যা। সারাক্ষণ নাচ গান আর হাসি আনন্দ নিয়ে পরিবারের সবাইকে মাতিয়ে রাখতো সে। অনিলার বাবা অতুল রোজারিও চাকুরীর জন্য স্ত্রী সন্তান নিয়ে ঢাকার ফার্মগেট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সেই বাসায় বসবাস করতো তারা। কিন্তু মরনঘাতী ডেঙ্গু জ্বর পরিবার ও আত্মীয় স্বজন সহ প্রতিবেশীদের কাঁদিয়ে চলে গেল ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে। অনিলার এভাবে চলে যাওয়ায় পরিবারের সবাই এখন প্রায় বাকরুদ্ধ। মুহুত্তে মুহুত্তে মুর্ছা যাচ্ছেন মা ও বাবা। কোন কথায় বলতে পারছেন না তারা। তাদের জীবনের অবলম্বন গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশু অনিলার মৃত্যু হয়।
শিশুটির বাবা অতুল রোজারিও জানান, চাকুরীর কারণে ঢাকার ফার্মগেট এলাকায় ভাড়া বাসায় থাকতো তারা। ওখানেই হঠাৎ জ্বরে আক্রান্ত হয় তাদের শিশু কন্যা অনিলা। জ্বর কোন ভাবেই না কমায় এবং অবস্থানরূপে অবনতি হলে তাকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অনেক চেষ্টা করেও বাঁচানো গেলো না তাকে। গতরাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁন্দিয়ে চলে গেলো পরপারে।