নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় কর্মসুচি শান্তিপূর্ণ পদযাত্রা চলাকালে লক্ষীপুরে কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে এবং ১ দফা দাবী আদায়ের লক্ষ্য মসজিদে মসজিদে লিফলেট বিতরন করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজিদে এই লিফলেট বিতরন করেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, যুবদলের সদস্য কাজী সুলতান, কলেজ ছাত্রদলের আহবায়ক এস এম জুবায়ের সহ নেতা কর্মিরা। এ সময় তারা বলেন, এই সরকার নির্বাচন কারচুপির সরকার। বিএনপির আন্দোলনে নেতা কর্মিদের জোয়ার দেখে ভয় পেয়েছে। এখন পুলিশ আর দলীয় ক্যাডার দিয়ে হামলা করে বিএনপির নেতা কর্মিদের হত্যা শুরু করেছে। কিন্তু বিএনপি দেশের মানুষের জন্য আন্দোলন করে জীবন দিতেও প্রস্তুত সবসময়। তাই তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।