নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ট্রেনে কাটা পড়ে স্বপ্না বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে সদর উপজেলার কালিকাপুর আমহাটি রেলওয়ে ব্রিজের পাশে এই দূর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম নওগাঁ জেলা সদরের কুমাইগাড়ী এলাকার রেজাউল ইসলামের স্ত্রী।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম ও স্থানীয়রা জানান, এই নারী দীর্ঘ সময় ধরে কখনো রেল লাইনের ধারে আবার কখনো রেল লাইনের ওপরে হাটতে হাটতে মোবাইল ফোনে কথা বলছিল কারো সাথে।এ সময় খুলনা থেকে চিলাহাটি গামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে রেল লাইনের পাশে রেখে দিয়ে সান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন। তবে তিনি নাটোরের এই রেল লাইনে কেন বা কিজন্য এসেছেন তা বলতে পারেনি কেউ।