নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলুকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য নাটোরে যুবলীগ নেতা মিঠুন আলীর হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করা সহ প্রাণনাশের চেষ্টার মামলায় আজ বৃহস্পতিবার এজাহারভুক্ত আসামীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তুজা আলী বাবলুসহ ৪ জন আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত অন্য তিন জনের জামিন মঞ্জুর করলেও সৈয়দ মর্ত্তুজা আলী বাবলুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।