নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় পঞ্চম দফায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অংশ হিসেবে ১৪ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে নাটোরের সিংড়া পৌরসভা চত্ত্বরে এই মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় নাটোরের সিংড়া প্রান্তে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রত্মা আহমেদ এমপি, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা,সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইমামুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।