নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর থেকে ২০ কেজি গাঁজাসহ লুৎফর রহমান নামে মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী লুৎফর রহমানের বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত লুৎফর রহমান ওই মহল্লার আনোয়ার হোসেনের ছেলে।
নাটোর ডিবি পুলিশের ইনচার্জ আব্দুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লুৎফর রহমানের বাড়ীতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। অভিযানকালে লুৎফরের বাড়ীর একটি চালের ড্রামের মধ্যে লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার এবং লুৎফরকে আটক করা হয়। পরে আটককৃত লুৎফর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে। লুৎফর রহমান এলাকায় গাঁজা সম্রাট হিসেবে খ্যাত। দীর্ঘ দিন ধরেই আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সে গাঁজার ব্যাবসা করে আসছিল।